অবতক খবর,২৭ অক্টোবর: বুধবার তিন দিনের রিলে অনশন কর্মসূচিতে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে জলাভূমি রক্ষা কমিটির সদস্যরা রিলে অনশণ কর্মসূচিতে যোগ দেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে চালতিয়া বিল ভরাটের প্রতিবাদ জানিয়ে জলাভূমি রক্ষা কমিটি তিন দিনের অনশন কর্মসূচির ডাক দেন। আজ তারা অনশন কর্মসূচিতে যোগ দিলে বহরমপুর থানার পুলিস এসে তাদের তুলে নিয়ে যায়। সদর মহকুমাশাসক প্রভাত চ্যাটার্জী জানিয়েছেন, এই আন্দোলনের কোন যৌক্তিকতা নেই। জলাভূমি ভরাটের বিষয়ে পুলিস প্রশাসন কড়া ভূমিকা পালন করেছে।

যেখানে ভরাট হচ্ছিল সেখানের মাটি তুলে নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী দিনে কোথাও জলাভূমি ভরাট হলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে। তাই আআন্দোলনকারীদের  তুলে দেওয়া হল।