অবতক খবর,২৭ অক্টোবর: আমরণ অনশনের ডাক দিল ২০১৪ চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উত্তর ২৪ পরগণা জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে নেমে আমরণ অনশনের কথা জানান।

অবিলম্বে নিয়োগের দাবিতে বুধবার দুপুরে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা বারাসত d.p.s.c অফিসে উপস্থিত হয়ে অনশনে নামেন।তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করা সত্ত্বেও এখনো পর্যন্ত শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়নি তাদের।  সরকারি নিয়ম অনুসারে চাকরিতে নিয়োগের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের। এই পরিস্থিতিতে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আগামী দিনে তাঁরা আর চাকরিতে বহাল হতে পারবেন না। অতএব অবিলম্বে তাদের নিয়োগের ব্যবস্থা করা না হলে এই অনশন কর্মসূচি  চালিয়ে যাবেন বলে জানান।