অবতক খবর,২৩ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ   মন্তেশ্বরের করন্দাগ্রামে তিনদিনের বাবা জমুল শহীদির উরস উৎসব মেলা উপলক্ষে করন্দা হংসধ্বনি লোকসংস্কৃতির শিল্পীদের পরিচালনায় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সমাজের বিভিন্ন দিকের ঘটনা গানের মধ্য দিয়ে তুলে ধরে উরস উৎসব মেলার দ্বিতীয় দিনে বাদাই গানের অনুষ্ঠান হয়। বাদাই শিল্পী ও মেলার উৎসবের উদ্যোক্তারা বলেন বাদাই গান হচ্ছে একটি প্রাচীন শতাব্দীর লোকসংস্কৃতি করন্দা গ্রামের প্রবীন পালাকাররা বাঁধাই গান লেখেন । সেই গানই বিভিন্ন বেশে পরিবেশন, করা হয়। করন্দা গ্রামের বাসিন্দা তথা বাঁধাই শিল্পী তন্ময় দে জানান প্রাচীন শতাব্দীর লোকসংস্কৃতির গানটি বর্তমানে হারিয়ে যাচ্ছে তাই আমরা এটাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সচেতন মূলক দিক তুলে ধরে এই লোকসংস্কৃতিকে তুলে ধরতে চাই। তাই করন্দা গ্রামের উরস মেলা উপলক্ষে দ্বিতীয় দিনে

শতাব্দী প্রাচীন লোকসংস্কৃতি বাঁদাই গানের মধ্য দিয়ে সুসজ্জিত সাজে সমাজের বিভিন্ন সচেতনতার দিক এই লোকসংস্কৃতি গানের মাধ্যমে তুলে ধরার সঙ্গে মহামারী মশাবাহিত ডেঙ্গু রোগের এবং কন্যা ভ্রুণ হত্যার বিরুদ্ধে সচেতনতার প্রচার করল মন্তেশ্বরের করন্দা গ্রামের লোক শিল্পীরা।এদিন শিল্পীরা ২৫ টি আসরের মাধ্যমে নিজেরাই গান বেঁধে তা এলাকাবাসীর সামনে তুলে ধরেন। এলাকাবাসী প্রাচীন লোকসংস্কৃতির আনন্দ নেওয়ার পাশাপাশি শিল্পীদের উৎসাহিত করেন।