Kolkata: Supporters of Mohun Bagan A.C. celebrate during a victory parade after the club won I-League championship, in Kolkata, Sunday, Oct. 18, 2020. (PTI Photo/Ashok Bhaumik)(PTI18-10-2020_000126B)

অবতক খবর: দু’দিন ধরে হবে ‘মোহনবাগান দিবস’। ক্লাব তাঁবুতে ২৯ জুলাই জমজমাট অনুষ্ঠান হবে। ২৯ জুলাইয়ের পাশাপাশি অনুষ্ঠান হবে ৩০ জুলাই।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবছরও মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন ‘অমর একাদশের’ সদস্যদের উত্তরসূরিরা। গতবার থেকেই তাঁদের মঞ্চে রাখা শুরু হয়েছে। পাশাপাশি ফুটবল, ক্রিকেট আর হকিতে সাফল্যের আবহে এবার মোহনবাগান দিবসের অনুষ্ঠানে আরও বেশি সমর্থক যোগ দেবেন বলে মনে করছেন ক্লাব কর্তারা।

পাশাপাশি শতাধিক প্রাক্তন ফুটবলার আসবেন বলেই দাবি করা হচ্ছে। তবে মোহনবাগান রত্ন, জীবনকৃতি বা বিভিন্ন বিভাগের বর্ষসেরা পুরস্কার কারা পাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ১৫ জুলাই কার্যনির্বাহী সমিতির সভায় তা ঠিক হবে বলেই খবর।

প্রথমদিন হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিভিন্ন পুরস্কার দেওয়া সহ অন্যান্য অনুষ্ঠান হবে দ্বিতীয়দিন।
সোমবার ক্লাব তাঁবুতে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্ত বললেন, “এবার ২৯ জুলাই মহরম। তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমদিন দুপুরে প্রাক্তনদের ম্যাচ হবে। বাকি পুরস্কার বিতরণী সহ অন্যান্য কর্মসূচি ৩০ জুলাই সন্ধ্যায় হবে।”

অন্যদিকে, ২৯ জুলাই ক্লাব তাঁবুতে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশিত হবে। তার আগে ২০ জুলাই মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ক্লাবের মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের কার্যনির্বাহী সমিতি।