অবতক খবর,২৩ মে: বুধবার বিকেলে জগদ্দল গঙ্গার ঘাটে নিজের বন্ধুর সঙ্গে স্নান করতে আসেন বছর বাইশে যুবক হায়দার আলী। তারপর থেকেই সেই যুবক আর বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু হয় ।যুবকের পরিবার সূত্রে দাবি বিজয় রাজভর নামে তার এক বন্ধুর সঙ্গে জগদ্দল ঘাটে গঙ্গা স্নান করতে এসেছিলেন নিখোঁজ যুবক হায়দার আলী।

তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এখনো তার খোঁজ চালানো হচ্ছে গঙ্গা জুড়ে। নিখোঁজ যুবকের পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোজ যুবকের তল্লাশি চালানো হছে।