অবতক খবর,২৩ মে: লোকসভা ভোটের আগেই কী এবার ফিরতে চলেছে নন্দীগ্রাম তাঁর চেহারায়? জানা যায়, বুধবার

গভীর রাতে বিজেপির মহিলা কর্মীকে খুনের পর থেকেই উত্তপ্ত নন্দী গ্রাম। রাজ্যের জমি আন্দোলনের আতুর ঘরে নতুন করে আগুন জ্বলে উঠেছে বুধবার গভীর রাতে। অভিযোগ, সোনাচূড়ায় রাতপ্রহরা দেওয়ার সময় রথীবালা আড়ি নামে এক মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে খবর,এর পরেই সকাল থেকে আরো উত্তপ্ত হয়ে ওঠে নন্দী গ্রাম।
‘নন্দী গ্রাম থেকে ভাঙাবেড়া যাওয়ার রাস্তায় সোনাচূড়ার মনসা পুকুর বাজারে’ গাছ ফেলে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। এর পর,একের পর এক দোকানে আগুন লাগিয়ে ক্ষোপ প্রকাশ করেন বিজেপি কর্মী সমর্থকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী, ও কেন্দ্রীয় বাহিনী
জানা যায়,
পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মিলে লাঠিচার্জ করে এবং, উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।