অবতক খবর,৩ ফেব্রুয়ারি,নদীয়া:- গত পয়লা জানুয়ারি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বুস্টার ডোজ হিসেবে কোভ্যাকসিন বিনামূল্যে প্রথম প্রতিষেধক ডোজ দেওয়ার কাজ মোটামুটি শেষ হতেই, শুরু হয়ে গেল দ্বিতীয় ডোজের। একদিকে যেমন বিদ্যালয়গুলির পঠন-পাঠন শুরু হয়েছে অন্যদিকে ছাত্রছাত্রীদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা বেড়েছে অনেকটাই তাই লম্বা লাইনে সকাল থেকেই লক্ষ্য করা গেলো ছাত্র-ছাত্রীদের।

তবে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয় যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের বিদ্যালয়ের পঠন পাঠন আজ থেকে শুরু না করার পরামর্শ দিয়েছেন তারা। অন্যদিকে যারা আজ থেকে বিদ্যালয়য়ে পঠন-পাঠন করছে, তাদের আগামীতে নির্দিষ্ট তারিখ নির্ণয় করে দেওয়া হয়েছে।