শাসকের মুখে দিয়ে ছাই,জিতে গেল কঠিন লড়াই।
মনে পড়ে কে সে? ডাঃ শ্যামাপদ গড়াই।

ছাই
তমাল সাহা

রাষ্ট্র যদি অসভ্য হয়,
দূরে চলে যায় শব্দ দুটি–
শুশ্রূষা ও নিরাময়।

রাষ্ট্র যদি দেখায় ক্ষমতা,
পরিদর্শনের নামে সদলে
ঢুকে পড়ে আরোগ্য সদনে
চিকিৎসক সমাজ
যার হাতেই রোগীর দায়ভার
সে আর কি করে!
রাষ্ট্রের কাছে হাতজোড় করে
মলিন বদনে–
থামান এসব হৈ-হুল্লোড়,
এটাতো সার্কাস এরিনা নয়,
নাচবে,খেল দেখাবে বাঁদর!

রাষ্ট্র তো রেগে খ্যাপা,
আমার মুখের উপর কথা?
দেখাচ্ছি ক্ষমতা।
আজই দেখা করুন মহাকরণে।
দেখাচ্ছি মজা, পাঠাবো নির্বাসনে।

রাষ্ট্র তো এত্তো বড়
ডাক্তার তো ছোট,
তাও হয়নি ভয়ে জড়োসড়ো।

নেমেছে সরাসরি সংগ্ৰামে।‌
আদালতের রায়–
তার পাওনা গন্ডা সুদ সমেত উশুল,
রাষ্ট্রের মাথা নিচু, অন্যায় কবুল। ‌

দশ বছর দিয়েছে জবর লড়াই।
ছুটে আসে অজস্র অভিবাদন।
জিতে গেছে ডাক্তার শ্যামাপদ গড়াই।

হিম্মত দেখিয়েছিল রাষ্ট্র,
তার মুখ পুড়ে ছাই।