কুরসি কা কিস্যা, এখন চলছে ক্ষমতা দখলের লড়াই মানে চেয়ার দখলের লড়াই

চেয়ার
তমাল সাহা

চেয়ার নিয়ে পৃথিবীতে অনেক কবিতা লেখা হয়েছে।
পৃথিবীতে সুন্দর সুন্দর দেখবার মত চেয়ার রয়েছে।
ফার্নিচারের দোকানে গেলে অনেক রকম চেয়ার দেখা যায়। কাশ্মীরী চেয়ার খুব দেখনসই। ময়ূর সিংহাসনও আসলে চেয়ার।

বাবা বলেছিল, চেয়ারের আসল মজাটা এইখানে যারা চেয়ার বানায় তারা কোনদিনই চেয়ারে বসে না। এ এক অদ্ভুত রহস্য!

যারা প্রতিদিন অফিসবাবুদের চেয়ার মুছে সাফসুতরো রাখেন তারা মাস গেলে মাইনে পান।

জনসভা মঞ্চে উপবেশনের জন্যও চেয়ার রাখা হয়।
আমি দেখেছি একজন নিজের পকেট থেকে রুমাল বার করে একটি চেয়ার বিশেষ ভাবে মুছে দিচ্ছেন।

অফিসের দপ্তরীরা ডাস্টার দিয়ে চেয়ার মোছেন এবং মাসিক বেতন পান। সমাবেশের ওই ব্যক্তিটি নিজের পকেটের রুমাল দিয়ে চেয়ার মুছেছেন।
তিনি মাসিক বেতন পান কিনা জানিনা। জানা গেছে তিনি একজন বড় মাপের কবি।

ঘটনা থেকে আমি একটি জ্ঞান আহরণ করতে পেরেছি। সেটা হল কবিরা শুধু কবিতাই লিখতে জানেন না, তারা বিশেষজনের চেয়ার মুছতেও জানেন এবং পারদর্শী।