অবতক খবর,১১ এপ্রিলঃ পদ্মার ভাঙনে প্রতি বছর রানীতলা থানার  বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়ছে। পদ্মায় বিলিন হয়ে যাচ্ছে ফসলি জমি সহ ভিটে মাটি সব কিছু। ভাঙনের ফলে প্রতিনিয়ত বদল হচ্ছে মানচিত্রের। ভাঙন এলাকার আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে সরকার যখন উদ্বিগ্ন সেই সময়ে একদল বালি মাফিয়া নির্বিকারে পদ্মার বালি কেটে পাচার করে দিচ্ছে বলে অভিযোগ।

এই ব্যাপারে প্রতিবাদ করতে গেলে বালি পাচারকারিদের হুমকির মুখে পড়তে হয় বাসিন্দাদের বলেও অভিযোগ। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা আরমান শেখ, ফজলুল হক বলেন, ” পদ্মার বুকে বড় বড় খাদ কেটে বালি তোলার ফলে ভাঙনের প্রবণতা আরও বেশী বৃদ্ধি পাচ্ছে। আবার বালি মাফিয়াদের বলতে গেলে তারা হুমকি দেন। ” আবার ওই কাজে প্রশাসনের একটা অংশের মদত আছে বলেও অভিযোগ তুলেছেন ভাঙন বিদ্ধস্ত এলাকার মানুষ জন। এই ব্যাপারে আব্দুল হাকিম, গোলাম কিবরিয়া বলেন, ” পদ্মা ভাঙন রোধের স্থায়ী কোনও সমাধান আজও হয়নি, কিন্তু বালি চুরি রুখতে প্রশাসন কে  খুব বেশি সক্রিয় হতে দেখা যায় না। কেননা দিনের আলোতেই মাফিয়ারা বালি কেটে নিয়ে যাচ্ছে, এসব কারও অজানা নয়। এসব ধরপাকড় লোক দেখান। ” অবশ্য রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বালি মাফিয়াদের গ্রেপ্তার সেই সঙ্গে বালি কাটার মূল্যবান যন্ত্র আটক করাই ব্লক প্রশাসনে উপর আস্থা দেখাচ্ছেন অনেকেই।