অবতক খবর , শিলিগুড়ি, ০৫ অক্টোবর :     শিলিগুড়ি ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে টোটো চুরির মত ঘটনা ঘটে চলছিল। ঘটেছে অজান্তে নেশার ঔষধ খাইয়ে চালককে অজ্ঞান করে টোটো নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা। দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জোরকদমে এদের খোঁজ চালাচ্ছিল।

কথায় আছে “ওস্তাদের মার শেষ রাতে”। গত ২২ শে সেপ্টেম্বর শক্তিগড় থেকে চুরি যায় একটি টোটো। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। আসে সাফল্য। গত ১লা অক্টোবর জলপাই মোড় রামঘাট থেকে গ্রেফতার করা হয় রাকেশ চৌধুরী ও সঞ্জীব দাস নামে ২ই অভিযুক্তকে।

পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার হয় একটি চুরি যাওয়া টোটো।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তারা শিলিগুড়ি সহ শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে চুরির ঘটনা ঘটিয়ে চলছিল। জানা গেছে, এদের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে তাদের খোঁজ শুরু করেছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।