অবতক খবর,৯ই জুন- আজ থেকে ৬৬ বছর আগে ভারতের যুব ফেডারেশনের আদি রুপ ডি ওয়াই এফ প্রতিষ্ঠা হয়েছিল আজ অর্থাৎ ৯ জুন এক সম্মেলনের মধ‍্য দিয়ে।সেই সময় প্রথম সম্পাদক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য্য এবং সভাপতি ছিলেন দীনেশ মজুমদার।আজকের এই দিনটাকে স্মরন রাখতে চাকদহ লোকাল কমিটির উদ্দ‍্যোগে ভারতীয় যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় চাকদহ স‍ান‍্যাল সদনে।

কলকাতার মানিকতলা সেন্টাল ব্লাড ব‍্যাঙ্কের সহায়তায় এই রক্তদান শিবির শুরু হয় সকাল এগারো টায়।শুরুতেই পতাকা উত্তোলন করেন চাকদহ লোকাল কমিটির সভাপতি ঝটিকা বিশ্বাস। উদ্বোধন করেন জেলা কমিটির সভাপতি নাদির হোসেন মন্ডল। উপস্থিত ছিলেন শৈলী দত্ত।ছাত্র সংগঠনের অর্ণব মিত্র সহ প্রাক্তন ও ছাত্র যুবর নেতৃত্ব ।আট জন মহিলা সহ পঁঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন।