হাজার হাজার বিক্ষোভকারী পরিযায়ী মজুর রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে নেমে পড়লো মুম্বাইয়ে বান্দ্রার রাজপথে। পুলিশি লাঠিচার্জের মুখে ফেলে রেখে গেল হাজার হাজার চটি ও চপ্পল। ঘটনা ১৪ এপ্রিল ‘২০।

চপ্পলের কবিতা
তমাল সাহা

চাই না রুটি, চাই না ভাত
খিদে দূর হটো,যাও তফাত।

চাই না মাথাগোঁজার ঠাঁই
স্বদেশ স্বভূমিতে ফিরতে চাই।

শুধু এই ছিল দিনমজুরের দাবি
পরিযায়ী মজুর! এতো তোর নবাবি?

রাষ্ট্রের তো ক্ষমতাই বাহাদুরি।
বাড়ি ফিরবে, বাড়ি?
রাষ্ট্র হয়ে উঠলো অত্যাচারী।

উঁচিয়ে উঠলো শত শত লাঠি
পরিযায়ী আবার পালায়
পড়ে রইলো পথে হাজার হাজার
চপ্পল ও চটি।

তাহলে অগণন মজদুরের
এইসব চপ্পল ও চটি কি প্রতীকী!
রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণার স্বীকৃতি?