অবতক খবর,১৭ এপ্রিল: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে জারি হয়েছে লকডাউন। কিন্তু খাবার ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে। যার ফলে ভুগতে হচ্ছে দিল্লির ৭২টি পরিবারকে। দিল্লিতে গত বুধবার পিজ্জা ডেলিভারি করে এমন এক যুবককে করোনা পজিটিভ চিহ্নিত করা হয়েছে। এরপরই যেখানে যেখানে ওই যুবক পিজ্জা ডেলিভারি করতে গেছে,সেই জায়গাগুরি চিহ্নিত করে ওই ৭২টি পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো জানায়,দক্ষিণ দিল্লির ওই যুবক পিজ্জা ডেলিভারির পাশাপাশি জোম্যাটোতেও কাজ করত। যেখানে যেখানে ওই যুবক খাবার ডেলিভারি দিয়েছিল সেগুলো চিহ্নিত করা হয়েছে এবং তারা স্বাস্থ্য বিভাগের আওতায় রয়েছে। জোম্যাটো কোম্পানি তাদের সকল রেস্টুরেন্ট এবং কর্মচারীদের করোনার নির্দেশাবলী যথাযথভাবে পালন করতে বলেছে। অন্যদিকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, করোনা সংক্রমিত ওই যুবকের সংস্পর্শে আসা আরও ১৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।