৩০শে জানুয়ারি স্বাধীন ভারতে যে মানুষটির রক্ত দেশের মাটিতে প্রথম গড়িয়ে পড়েছিল হিন্দু মৌলবাদীর গুলিতে, তাঁকে স্মরণ ও শ্রদ্ধা

গ-য়ে গান্ধী গুলি গডসে
তমাল সাহা

সেই কবে থেকে আসছি শুনে
গান্ধীজি ইংরজকা দালাল।
কিন্তু পয়সা কামিয়ে তিনি
হননিকো লাল।

অনেকেই বলেন
তিনি তোষণ করতেন মুসলিম।
কিন্তু মুখে তাঁর রঘুপতি রাজারাম
রামধুন গাইতেন সারাদিন।

হিন্দু হয়ে হিন্দুকে খুন!
ঘাতক নাথুরাম।
মৃত্যুকালে উচ্চারণ তাঁর
হা রাম! হা রাম!

গান্ধীজি খারাপ-ভালো,
সে অনেক ‌বিতর্ক।
এখনো তার রেশ—
ক্রম বর্ধমান তর্ক।

নেতা হতে চাননি তিনি,
সরল তাঁর জীবন যাপন–
এ এক বিশ্ব উদাহরণ।
দশ লাখি স্যুট গায়ে মারেন নি
আচ্ছে দিন-এর ভাষণ।

ওই ভাবে থাকা যায়
কৌপিনে আর আধ-চাদরে?
উষ্ণতা ও উত্তাপ পেলেন কোথায়?
ছিলেন মিশে জনতার লহরে।

চলনে বলনে অহিংসার বুলি।
হায়!
তাঁর দিকে ছুটে গেল
তিনটি বিশ্বাসঘাতক হিংস্র গুলি।

তিরিশে জানুয়ারি—
খুনী গডসেকে গড বানায় তারা
যারা হঠকারী।