ঘোর অমাবস্যার পরদিনই সূর্যগ্রহণ।
সূর্যের খণ্ডগ্রাস শুরু হয়ে গিয়েছে।২৫ অক্টোবর,’২২

গ্রহণ
তমাল সাহা

গ্রহণ সম্পর্কে আমার আর কিছু বলার নেই।
চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমার কাছে সেকেলে হয়ে গিয়েছে। ছোটবেলায় কাঁচের টুকরোয় প্রদীপের কালির শিস ফেলে চোখের সামনে সেই কাঁচ ধরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখেছি।

এবং আমি জানি চন্দ্র সূর্য পৃথিবী এক সরলরেখায় এলে গ্রহণের বিজ্ঞানটি ঘটে।
আমি এখন শব্দ গ্রহণে ব্যস্ত আছি।
কবিতাও আমাকে গ্রহণ করেছে। ফলত গ্রহণ সম্পর্কে আমার আর বেশি কিছু বলার নেই।
গ্রহণে তিনটি জিনিস লাগে চন্দ্র সূর্য পৃথিবী। আমরা দুজন– আমিও কবিতা এক সরলরেখায় এসে গেছি। তৃতীয় জন হলো মানুষ। তাকে এক সরলরেখায় আনতে পারলেই আমার গ্রহণ কেল্লাফতে!

শব্দও আমাকে গ্রহণ করেছে।
শুধু এই ঝরাপাতার বেলায় মানুষ যদি আমাকে গ্রহণ করে তবেই আমি ভালো থাকবো বলে আশা করি।

গ্রহণে ছায়াপাত খুবই জরুরি। ভালোবাসা না থাকলে একে অন্যের উপর ছায়া ফেলতে পারে না।

গ্রহণেই আমার সমর্পণ! কিন্তু সমর্পণ করলেই কি মানুষ আমাকে গ্রহণ করবে?