অবতকের বিশেষ প্রতিবেদন
ঘটনা ভাটপাড়া মঙ্গলবার, ২৫ অক্টোবর,২০২২

ভাটপাড়ার বধ্যভূমিতে পড়ে আছে নিখিল

তমাল সাহা

মঙ্গলবার সকালে অমাবস্যা ঘনীভূত হচ্ছিল তার কপালে। সেই অন্ধকার গাঢ়তম হলো ভাটপাড়ায়। কালিকা পূজিত হবে ভট্টপল্লীতে। দেবিকা নগ্ন হবে আজ– উত্তাল ঢাক বেজে যায়।
তান্ত্রিক মন্ত্রে পুজো হবে,হবে নরবলি, হবে মদ্যপান। যাজ্ঞিক হুতাশনের সঙ্গে
জ্বলে উঠবে চিতা, কে পুড়বে?
উজ্জ্বল হয়ে ওঠে রামগিরি শ্মশান।

কবে থেকেই জগদ্দল কাঁকিনাড়া ভাটপাড়া বধ্যভূমি হয়ে আছে।
পুলিশ টহল দিলেও রাত্রি নাচে। অস্ত্রীয় কৌশল দেখায় কারা? বোমা বিস্ফোরণে বারুদগন্ধী বাতাস। কিছুদিন হইচই, তারপর নেই কোনো তালাশ।

তারপর আবার ক্রমাগত দুর্বৃত্তের রঙ্গমঞ্চ– উল্লাস!

মা এসেছে। আজ এই মাটিতে মানুষ কেন তবে কাঁপে? বাক্সবন্দি বোমা মজুত আছে রেল লাইনের ধারে। ‌ দুটো বোমা লাইনের উপরে রেখে গেছে কারা! ফেটে উত্তাল হল নরম হাতের চাপে।

বোমা গোল, বল গোল, পৃথিবীও গোল।
বল ভেবে হাতে তুলে নিয়েছিল বালক নিখিল পাশওয়ান
এক লহমায় শব্দ আগুন যুগপৎ খেলা করে নিয়ে গেছে তার জান।

নিখিল পাশোয়ান, বাপ তার বাবলু পাশোয়ান। বাড়ি প্রেমচাঁদ নগর। নফরচাঁদ জুট মিলের কামগার।
নিখিল অঙ্গনওয়াড়িতে পড়ে। বাপ পেটের দানাপানি জোটাতে কাহিল। ভালোই হলো একজন কমে গেল সংসারে।
আর গুরুতর জখম বন্ধু তার মহেশ সাউ। হাত বেমালুম উড়ে গেছে, পড়ে আছে লাইনের ধারে।

নেতারা সব এসে গেছে। পুলিশ কমিশনারেট সান্ত্রী
সহ ঘটনাস্থল পরিদর্শন করে যান।
জগদ্দল ভাটপাড়ায় বলির বাজনা বাজে।
দীপাবলি রাতে শোনা যায় রামপ্রসাদী গান।