ফ্যাসিবাদী রাষ্ট্রীয় মস্তানের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া আলোড়ন সৃষ্টিকারী সেই সাংবাদিক গৌরী লঙ্কেশের জন্মদিন গিয়েছে গতকাল
অবতকের শ্রদ্ধা নিবেদন সামাজিক দায়বোধে আবদ্ধ সংবাদকর্মীর প্রতি

গৌরী লঙ্কেশ
তমাল সাহা

ভারত মহাসাগর তীরে
হাজার হাজার মিডিয়া লক্ষ লক্ষ সাংবাদিক
তারা মানুষের পক্ষে আছে জানান দিক

শানিত কলম তোমার হাতে
অক্ষর তো হবেই ধারালো
তবে শেষ পর্যন্ত কী দাঁড়ালো?

রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছো তুমি
তুমি তো জানো তোমার নিশ্চিত সর্বনাশ
গেটের পাশেই পড়ে থাকবে তোমার লাশ

ঘাতকের অস্ত্রে যত কার্তুজ ছিল
তুমি সাদরে নিয়েছো লুফে বুকে
বুলেট তোমাকে খেলো,
না তুমি বুলেটকে খেলে
হতবাক মানুষ তাকিয়ে থাকে
তোমার মরণজয়ী মুখের দিকে

রিভলবারের গুলি নিঃশেষ
ভারত মানচিত্রে জেগে রইলো গৌরী লঙ্কেশ