অবতক খবর,৩০ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বরের বাঘাসন বারোয়ারী যুব সংঘের পরিচালনায় গ্রাম বাসীর সহযোগিতায় নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলো কাটোয়া ব্লকের মেজিয়ারী দুর্গামাতা শমিল একাদশ । রবিবার ফাইনাল খেলায় তারা মুর্শিদাবাদ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মেঝিয়ারী দূর্গামাতা শমিল একাদশ। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সৌরভ হাঁসদা এবং প্রতিযোগিতার সেরা হয়েছে মুর্শিদাবাদ একাদশ দলের পলাশ শেখ এবং খেলার সেরা গোলকিপার বিজয়ী দলের অমিত মান্ডি। বাঘাসন বারোয়ারী যুব সংঘের উদ্যোক্তারা বিশ্বজিৎ চক্রবর্তী, পুলক দারা জানান এই মাঠে খেলা প্রায় ৫৩ বছরে পদার্পণ করল। এই খেলা গত দুইমাস ধরে জেলা ও জেলার বাহিরে বিভিন্ন এলাকায় ৮ টি দল নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে বাঘাসন ফুটবল মাঠ। যুবসমাজ দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাই আমরা যুব সমাজকে উৎসাহিত করে তাদের মাঠ মুখি করার জন্যই খেলার আযোজন।

খেলার মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত চ্যাটার্জি, ভারতীয় প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান, বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছন্দা রায়, উপপ্রধান প্রসন্ন মন্ডল সহ এলাকার বিশিষ্ট মানুষজনেরা ।