অবতক খবর,২৯ জানুয়ারিঃ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও শিলচর রংপুরের এক নাবালিকাকে বিয়ে করার দায়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি কেন পুলিশ – চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরে সুবিচারের দাবী তুলেন অভিযোগকারি যুবতীর বাবা।এদিন শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলন ডেকে ষোলো বছরের ওই যুবতীর বাবা বিমল চন্দ্র লস্কর পুলিশের সন্ধেহজনক ভূমিকা তুলে ধরে সুবিচার পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।তিনি জানান, গত বছরের ২৫ আগস্ট নবম শ্রেণির পড়ুয়া তার নাবালিকা মেয়েকে টিউশন থেকে পালিয়ে নিয়ে যায় রংপুর করাতিগ্রামের বিমল দেবনাথ।

প্রায় কুড়ি দিন পর পুলিশ অপহৃত নাবালিকাকে উদ্ধার করার পর সমঝে নিতে তাকে চাপ সৃষ্টি করে।কিন্তু নাবালিকাকে অপহরণকারী যুবককে পাকড়াও না করায় সমঝে নিতে রাজী হননি।তখন পুলিশ দলবল নিয়ে তার বাড়িতে গিয়ে চাপ দেয় বলেও অভিযোগ করেন বিমল বাবু।অপরদিকে অভিযুক্ত যুবকের সাথে নাবালিকার কোন সম্পর্ক নেই বা বিয়ে হয়নি বলে তাকে সাফ জানিয়ে দেয় পুলিশ। এদিকে ফেইসবুকে ওই অভিযুক্তের সাথে নাবালিকার বিবাহিত ছবি পাওয়া যায়।বর্তমানে ওই নাবালিকা হোমে রয়েছে। শিশু বিবাহ আইনে অভিযুক্ত অপরাধীকে পাকড়াও না করলে তার মেয়েকে সমঝে নেবেন না সিদ্ধান্তে অনঢ় বিমল বাবু।তাছাড়া ওই মামলার আইও-র এহেন ভূমিকার পেছনে কি রহস্য পুলিশ প্রশাসনের স্বচ্ছতায় তদন্তের দাবী তুলেন নাবালিকার বাবা বিমল বাবু।