আজকের দিনের কবিতা

গাড়ি
তমাল সাহা

ঘরে ঘরে শূন্য ভাতের হাঁড়ি।
আচ্ছে দিন আগইল বা
মন্ত্রীজির বারো কোটির গাড়ি!

গাড়ির নাম মেব্যাক যেন দুর্গ
গণতন্ত্রের পচা লাশ গন্ধ ছড়ায়
ভারতীয় মর্গ।
মেব্যাক মানে কি?
ফিরে আসতে পারে, নাও আসতে পারে!
এই শব্দে কিসের ইঙ্গিত–
বিশেষজ্ঞরাই বলতে পারে।

শীতের বাতাস যেন নিন্দুক,
উপকূল ধরে ছুটতে ছুটতে যায়
আর রটায়—
বারা কোটি! বারা কোটি!
মন কি বাত শুনো–
রোটি মাঙতা, রোটি!