200 জন কৃষককে নিয়ে কর্মশালার আয়োজন করলো জেলা মৎস্য দপ্তর

অবতক খবর,২৯ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার মৎস্য চাষীরা যাতে উন্নত ধরনের মৎস্য চাষ করতে পারেন সেই লক্ষ্যে বুধবার বালুরঘাট শহরের বালু ছায়া সভাগৃহ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি,কুমারগঞ্জ, কুসুমন্ডি ও গঙ্গারামপুর ব্লকের প্রায় 200 জন কৃষককে নিয়ে কর্মশালার আয়োজন করলো জেলা মৎস্য দপ্তর।

মূলত আজকের এই কর্মশালার টি ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স ও মৎস দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন অভিজিৎ ব্যানার্জী adf,তথাগত চক্রবর্তী অধ্যাপক বালুরঘাট কলেজ,বনস্পতি বিশ্বাস CEO FFDA উত্তর দিনাজপুর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গেছে এই কর্মশালাটি আগামীকাল অর্থাৎ 30 শে ডিসেম্বর তারিখেও চলবে।