অবতক খবর,২২ সেপ্টেম্বর: বৃক্ষছেদন এই মুহূর্তে পরিবেশ দূষণের মূল কারণ। আরসি কারণেই গাছ বাঁচানোর দাবি জানিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের শিবতলী ক্লাবের এ বছরের দূর্গা পূজার থিম “সৃজনী” । এই ক্লাব এবছর ৪৮তম বর্ষে পরল। ৪৮তম বর্ষে গাছকে বাঁচানোর বার্তা দেবে এই ক্লাব। তাই এবার পুজোয় শিবতলী ক্লাব ফেলে দেওয়া বিভিন্ন গাছের অংশ দিয়ে তাদের সাজাবে বলে ক্লাব সূত্রে জানা গেছে। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে কোভিড বিধিকে মাথায় রেখে মন্ডপের চারদিক খোলা রাখা হবে। পাশাপাশি মন্ডপের বিভিন্ন পাখির বাসা দিয়ে সাজানো হবে বলে জানা গেছে। কোভিড সংকটে মানুষ অক্সিজেনের প্রয়োজনীয়তা রন্ধে রন্ধে অনুভব করেছে। তাই বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা ও মানুষ বুঝতে পেরেছে। আর সেই বৃক্ষরোপণের বার্তা নিয়ে তুই তৈরি শিবতলী ক্লাবের এবছরের পুজোয় মানুষের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার।