অবতক খবর,২২ সেপ্টেম্বর,বাঁকুড়া:- জল ছাড়লো মুকুটমনিপুর।

ক্রমশ বাড়ছে মুকুটমনিপুর জলাধারে জলের স্তর। জলাধারের জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল থেকে কংসাবতী নদী পথে জল ছাড়া শুরু করে কংসাবতী কতৃপক্ষ। শুরুতে ১০০০০ কিউসেক জল ছাড়া হলো। ভারী বৃষ্টির জেরে মুকুটমনিপুর জলাধারে জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। গতকাল রাত্রে জলাধারে জলের লেবেল ছিল।রেবেল কমার কারণে জল ছাড়ার পরিমাণ এখন পাঁচ হাজার কিউসেক করা হয়েছে আবার ব্যাপক হারে জলাশয়ে জল ঢুকে যেহেতু জলাধারে প্রচুর পরিমানে জল প্রবেশ করছে সেই কথা মাথায় রেখে ধীরে ধীরে জল ছাড়ার মাত্রা বাড়ানোর কথা ভাবছে কংসাবতী কতৃপক্ষ।

আর জল ছাড়ার ফলে সমস্যায় পড়তে হবে অসংখ্য চাষীদের পাশাপাশি বন্যাকবলিত ঘাটাল দাসপুর সহ বিস্তীর্ণ এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। কংসাবতী সেচ দপ্তর সূত্রে খবর নিম্নচাপের পরিস্থিতি দেখে আবারও জলের পরিমাণ বাড়ানো হতে পারে।