অবতক খবর: গলসিতে ভোট পরবর্তী হিংসা। এর জেরে জখম ৬ জন। পঞ্চায়েত ভোট পর্বে একাধিকবার রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব বর্ধমানের একাধিক জায়গা। ভোট মিটলেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। শুক্রবার ভোট পরবর্তী হিংসায় খবরের শিরোনামে গলসি ।

শুক্রবার তৃণমূল বনাম সিপিএম-কংগ্রেস সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি হয় গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন বেলা ১১ টা নাগাদ আচমকা রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, শাসকদলের সমর্থকরা সিপিএম ও কংগ্রেস সমর্থকদের ওপরে চড়াও হয়। এরপরই এক মহিলা-সহ চার সিপিএম সমর্থকের ওপর হামলা চালানো হয়। পাল্টা পারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাহাঙ্গির শেখের ওপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের করকডাল গ্রামে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানে ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, নিমতিতায় পরাজিত সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা র অভিযোগ ঘিরে শোরগোল পরে গিয়েছে। ঘটনায় জখম প্রার্থীর বাবা-সহ তিন। আবার দাঁতনে বিজেপির পোলিং এজেন্টকে বেধড়ক মারধর। অভিযুক্ত তৃণমূল, অভিযোগ অস্বীকার।