অবতক খবর,২৮ মার্চ: মধ্যবিত্তের চাপ বাড়িয়ে গত এক সপ্তাহে ৬ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৩২ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৮৫ পয়সা। ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ৯২ পয়সা। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটপর্ব মেটার পর থেকেই, সাধারণ মানুষের ওপর লাগাতার বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ।