অবতক খবর: পঞ্চায়েত ভোটে ভাঙড় জুড়ে মনোনয়নের প্রক্রিইয়া ঘিরে তিনজনের মৃত্যুর ঘতনা সামনে আসে। ঘটনার ১১ দিন পর ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। ‘কয়েকজন নেতৃত্ব হয়ত খারাপ ব্যবহার করেছেন, তাঁদের হয়ে ক্ষমা চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেননি, কর্মীরা ভুল করলে ক্ষমা করে দিন। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি’, আরাবুল-পুত্র হাকিমুলের ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।

ভাঙড়ে হিংসার জেরে দুই আইএসএফ কর্মী খুন হন । ভাঙড় কার্যত যুদ্ধক্ষেত্রে পর্ণিত হয়েছিল। বিরোধীরা ইউক্রেনের সঙ্গে ভাঙড়ের তুলনা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু পুলিশকে সেখানে অসহায় অবস্থায় দেখা যায়।

উল্লেখ্য যে, ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই এলাকাতেই মনোনয়ন ঘিরে তুমুল অশান্তি ছড়িয়েছিল। দুই আইএসএফ কর্মী খুন হন এখানে।  বিজয়গঞ্জ বাজারে পৌঁছে এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।  সাধারণ মানুষের কাছ থেকে হিংসার বিবরণ শোনেন ।