অবতক খবর,২৭ ফেব্রুয়ারিঃ ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুট পান্ডুয়ার বৈঁচিতে। চাঞ্চল্য এলাকায়,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত সপ্তাহে পান্ডুয়া থানার বৈঁচিতে শুট আউটের ঘটনার রেস কাটতে না কাটতেই ফের আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুট।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সোমবার সপ্তাহের প্রথম দিনে সকাল সাড়ে দশটা নাগাদ বৈঁচি দাঁ মার্কেটে ক্রেতা সেজে সোনার দোকানে আসে এক দুষ্কৃতী।দোকানদার নিতাই পাত্র কে সাত বছরের বাচ্চার জন্য আড়াই হাজার টাকা দামের সোনার আংটি দেখাতে বলে।২৮০০ টাকা দামের একটি আংটি পছন্দ করে ৫০০ টাকা জমা রেখে বাকি টাকা নিয়ে আসছে বলে বেরিয়ে যায়।কিছুক্ষণ পর ঘুরে এসে ফের কানের দুল দেখতে চায়।তারপরেই কোমর থেকে বন্দুক দেখিয়ে বলে হুমকি দিতে থাকে। মূলত ক্রেতা সেজে দোকানে ঢোকে একজনই।বাংলা হিন্দি দুই ভাষাতেই কথা বলছিল ওই দুষ্কৃতি।বন্দুক ঠেকিয়ে বেশ কয়েকটি সোনার হার নিয়ে চম্পট দেয়।যার আনুমানিক মূল্য আড়াই থেকে তিন লক্ষ টাকা।প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে এই ধরনের ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সকলেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।ক্রেতা সেজে এই ধরনের ঘটনায় ঘটায় অনেকেই ভয় পাচ্ছে ব্যবসা করতে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ। দোকানে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা।