অবতক খবর,৩১ ডিসেম্বর: আগামী 5 জানুয়ারি থেকে ইসলামপুর শহর পৌর এলাকায় প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার সম্পূর্ণ প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে ইসলামপুর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন এর যৌথ উদ্যোগে ইসলামপুর শহরজুড়ে এক সচেতনতা মূলক রেলি আয়োজন করা হয়েছিল।

সেই রেলি তে পা মেলান বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মানিক দত্ত ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক ও মহাকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক। ইসলামপুরের মহকুমা শাসকের দপ্তরে সামনে থেকে মিছিল শুরু হয় শহরের বিভিন্ন এলাকা ঘুরে এই মিছিল শেষ হয় মহকুমাশাসক সপ্তর্ষি নাগ জানান ইসলামপুর শহরকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করতে এই সচেতনতা মূলক রেলী।

আগামী 5 তারিখ থেকে ইসলামপুর শহরজুড়ে সম্পূর্ণ প্লাস্টিক ক্যারিব্যাগ ও থারমো কল নিষিদ্ধ করা হয়েছে। তার পরেও যদি কেউ ব্যবহার করেন প্লাস্টিক ক্যারি ব্যাগ তাহলে আমরা কঠোর ব্যবস্থা বা ফাইন এর ব্যবস্থা গ্রহণ করা হবে।