অবতক খবর,৩১ ডিসেম্বর,মেখলিগঞ্জ: এবার জাতীয়স্তরের কিক -বক্সিংয়ে সোনা জিতলো মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটের সুমি সিংহ l জানা যায়,গত 21 সে ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের শিবাজী স্টেডিয়াম-এ,5 দিনের একটি কিক বক্সিং খেলার আয়োজন করাহয় l সেখানে অংশ নেওয়ার জন্য গত 18 ই ডিসেম্বর কোচবিহার জেলা থেকে মোট 4 জন প্রতিযোগী রওনা দেয় l 21 সে ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত 5 দিন ধরে খেলাটি চলে l

আর এই খেলায় অংশ নেওয়ার জন্য এ রাজ্যের মোট 35 জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেয়, যাদের মধ্যে কোচবিহার জেলা থেকে 4 জন l সেখানেই সোনা জিতেন, কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটের, আলোক ঝাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমি সিংহ l এ ব্যাপারে সুমির পিসি জানান,অত্যন্ত দারিদ্রতার মধ্যদিয়েই তারা সুমিকে কিক -বক্সিংয়ের প্রশিক্ষন দেওয়াচ্ছেন l

মাত্র কয়েক দিন বাদেই নিউদিল্লিতে অল ইন্ডিয়া কিক -বক্সিং এর টুর্নামেন্ট রয়েছে l আর্থিক অনটনের কারণে সেখানে সুমিকে পাঠানো একপ্রকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে l কেউ সহযোগিতা করলে খুব উপকার হয় l এই বিষয়ে সুমির কোচ অপু কার্জি ফোনে সংবাদ মাধ্যমকে জানান, সুমির সোনা জয়ী খুশি তিনি l আগামীতে নিউ দিল্লিতে একটি অল ইন্ডিয়া কিক বক্সিং-এর আসর বসবে, সেখানে সুমিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তার l