নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::দক্ষিণ দিনাজপুর:: ১৬ই,ডিসেম্বর:: গত লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমানে বিজেপি নেতা বিপ্লব মিত্রের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন কুমারগঞ্জের এই তৃণমূল নেতা।

শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা জানিয়েছেন,তিনি আপাতত নির্দল হয়ে থাকবেন। পাশাপাশি নাগরিক কল্যাণের জন্য আলাদা একটি ফোরাম তৈরির চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি জানান।

যদিও এ সব অভিযোগ মানতে চাননি বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ বলেন, ‘‘উনি বিজেপির নীতি, আদর্শের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিলেন না। সিএবি বিল নিয়েও ওনার সঠিক ধারণা নেই। তাই এ সব ভিত্তিহীন অভিযোগ তুলছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।”

রাজনৈতিক মহলের খবর, মফিজের বিজেপি ত্যাগের পেছনে সিএবি বিল ছাড়াও তৃণমূলে ফের যোগদানের বিষয়ও জড়িয়ে থাকতে পারে।