আজ কাস্তে-কবির জন্মদিন

কোন কবি
তমাল সাহা

কোন কবির আছে এত চেতাবনি
লেখে আগে বাড়িয়ে
বেয়নেট হোক যত ধারালো
কাস্তেটা হাতে রেখো শানিয়ে

কোন কবির আছে এতো হিম্মত
এই সভ্যতাকে বলে খুনে
রাষ্ট্রকে একদিন পুড়তেই হবে
সবহারাদের আগুনে

কোন কবির আছে এতো প্রত্যয়
আমরা নিঃস্ব দীন হতে পারি
চোখ রাঙানিতে কোন ভয়,
তোমায় তোয়াজ করি

কোন কবি এতো কাছে আসে
সহজ করে চায় বোঝাতে
বাঁকা চাঁদ হলো এ যুগের কাস্তে

কোন কবির হৃদয় এতো সরল
আঁখি দুটি করে ছলছল
বলে ছুঁয়ে থাকো এই মাটির করতল

কোন কবি সরলরৈখিকে লেখে
এই জন্মভূমির হাওয়া জল আমার নাড়ি
যতদূর চোখ যায় মানুষ আর
এই ভারতবর্ষ আমারই