আমি মানুষ এক ক্ষীণ
মনে পড়ে আজ তোমার জন্মদিন

আইনস্টাইন
তমাল সাহা

ই ইকুয়াল টু এম সি স্কোয়ার—
আমি বিস্মিত, আশ্চর্য হয়ে যাই
এতে লুকিয়ে আছে বলবিদ্যা ও গতি।
লুকিয়ে আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ—
আইনস্টাইন মানে প্রতিভা প্রগতি।

বিজ্ঞানী না শাসক কে বড়?
হায়রে রাষ্ট্র তোমাকেও করে তাড়া!
নাৎসি বাহিনীর উত্থানে তুমি পাড়াছাড়া!

এই রাষ্ট্র নিয়ে আমরা কি করি!
সব রাষ্ট্রের ভেতর লুকিয়ে থাকে ক্ষমতা হিটলারি!

উস্কোখুস্কো চুল পালাচ্ছো তুমি, আইনস্টাইন!
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওক বার্চ পাইন।
তারা ভাবে, হায়রে মানুষ!
তুই নাকি বুদ্ধিশ্রেষ্ঠ জীব
আমাদের পালাতে হয় না, ভাগ্যিস আমরা নির্বোধ নির্জীব।

বেহালাটি কোথায় রেখেছিলে?
তুমি তো তখন দৌড়াচ্ছিলে খুব জোরে।
তুমি কি কেঁদেছিলে
প্রিয় স্বদেশ অমল প্রেমিকার মুখ মনে করে?

বেহালাটি কি বয়ে নিয়ে যাচ্ছিলে ঘাড়ে
বিজ্ঞানের সূত্র-বেহালার সুর কখনো কি হারে?
তোমার ভোলাভালা অবয়ব যতবার দেখি
আমার শুধু এসব কথা মনে পড়ে–
তুমি একদিন পড়েছিলে অমানবিক ঝড়ে
ফ্যাসিবাদি রাষ্ট্রের খপ্পরে!