অবতক খবর,নিজস্ব প্রতিবেদন,১ নভেম্বর : মাসুদ পথিকের পরিচালনায় জীবনানন্দ দাশের লেখা ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে ‘বক’ সিনেমার শ্যুটিং শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। জীবনানন্দ দাশের কবিতায় ফুটে উঠেছে গ্রামবাংলার চিত্ররূপ। ‘আট বছর আগের একদিন’ কবিতায় এসেছে ‘লাসকাটা ঘরে’র কথা। প্রেম, জ্যোৎস্না, শিশুর এবং ফাল্গুনের রাতের আঁধারে চাঁদ পঞ্চমীর চাঁদ ডুবে যাওয়ার কথা। বলা হয়েছে, ‘নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ’ সব কিছু নয়। ‘আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। আমাদের ক্লান্ত করে’। এবার সেই কবিতা নিয়েই হচ্ছে সিনেমা। তবে এই সিনেমার নাম করা হয়েছে ‘বক’।

মাসুদ বলেন, “ প্রকৃতি নিজের নিয়মে চলে। এটা মানুষ অনেক সময় বুঝতে পারে না। আবার এমনও হয়, যখন বুঝতে পারে, তখন কিছু করার থাকে না। এই বিষয়গুলিই উঠে আসবে সিনেমায়।”একঝাঁক নতুন মুখ দেখা যাবে এই সিনেমায় । ‘বক’ সিনেমার ইংরেজি নাম ‘সোল অব নেচার’। সিনেমায় প্রকৃতিকে ঠিকমতো তুলে ধরতে টানা ৭৫ দিন শুটিংয়ের পরিকল্পনা করেছেন তিনি।“‘আট বছর আগের একদিন’ কবিতাটি শোনেননি এমন কবিতাপ্রেমী নেই বললেই চলে। এই কবিতায় প্রকৃতির সঙ্গে মানুষের জীবন নিবিড়ভাবে জড়িত। এছাড়াও অনেক দার্শনিক বিষয় তুলে ধরা হয়েছে। ওই কবিতায় ফুটে ওঠা চৈতন্য, মানবিক দর্শন, বিপন্নতা, শূন্যতা, বিস্ময় এই বিষয়গুলি সাম্প্রতিক ঘটনার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হবে ‘বক’ সিনেমায়।”