অবতক খবর,৯ এপ্রিল,কেশপুর: রবিবার সকাল এ কেশপুর ব্লকের ৫ নং মুগবাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেয়টপাড়া গ্রামে শীতলা মন্দিরে পুজো দিয়ে শুরু করেন দিদির সুরক্ষা কবজ প্রচার। কেয়টপাড়া গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন সরকারের সুযোগ সুবিধা পেয়েছেন কিনা! সেখান থেকে বেরিয়ে কেয়টপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র যান।

উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা দিদিমণি জানান এখানে সুগার পরীক্ষা থেকে রক্ত পরীক্ষা সবকিছুই পরিষেবা পাওয়া যায়। তারপর সেই দিদিমণির কাছে, মন্ত্রী নিজের সুগার পরীক্ষাও করান। বাইক রেলির মধ্য দিয়ে পৌঁছায় আশরাফুল আস্তানায়। তারপর পঞ্চায়েত অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সারাদিনের কর্মসূচিতে সাধারণ কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।