অবতক খবর,৯ এপ্রিলঃ করণদিঘি এক কর্মীর বাড়িতে দিলীপ ঘোষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন সাংবাদিক দের সঙ্গে। বিভিন্ন ইসু নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন। ২০১২ সালে ক্যাগের রিপোর্টে সিপিএমের দুর্নীতি ধরা পড়লে এই রাজ্য সরকার কোন কিছুই করেনি কারণ তারা ডাকাতি করছে আর সিপিএম পোশ্রয় দিচ্ছে।

এই রাজ্য সরকারের আমলে ভুয়া শিক্ষক যেমন ঢুকেছে তেমনি ভুয়া ডাক্তার ও আছে। কেউ ভুল করলে কেন রাজ্য সরকার কোন সাজা দিচ্ছে না তাই নিয়ে সরব হন দিলীপবাবু। ডাক্তারদের মানবিকতার অভাব দেখা দিয়েছে কেন বাচ্চা ছেলে কে মৃত বলে ঘোষণা করে যে বাড়ি গিয়ে সুস্থ হয়ে যায়।কারন সে ঠিকমতো দেখেই নি রুগীকে।