অবতক খবর ,সংবাদদাতা,বর্ধমান :-   কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ৩ নম্বর ওয়ার্ডের টয়লেটে জানালার গ্রিলে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। সংশোধনাগারের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।

ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বর্ধমান আদালতের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজর্ষি মুখোপাধ্যায়কে তদন্তভার তুলে দিয়েছেন সি জে এম। বন্দির অস্বাভাবিক মৃত্যু নিয়ে কেন্দ্র ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে। কারাদপ্তরেও বিষয়টি জানিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। মৃতের নাম সুবল সাপুই (৩১)। বর্ধমান থানার হরিনারায়ণপুরে তার বাড়ি। ধর্ষণ ও পকসো অ্যাক্টের মামলায় তাকে বর্ধমান থানার পুলিস গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর থেকে সে জেলে রয়েছে।