অবতক খবর,মালদা:সানু ইসলাম;৬ ফেব্রুয়ারিঃহরিশ্চন্দ্রপুর স্টেশনে কুলিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এর দাবিতে এবারে কাটিহার ডিভিশনের কাছে দাবি পত্র পেশ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র প্রতিমন্ত্রী হরিশ্চন্দ্রপুর এর বিধায়ক তজমুল হোসেন। এদিন তিনি ট্রেন যুগে কাটিয়ারের সকালে পৌঁছে ডিআরএম এস কে চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তার অফিসে বসে। সর্বোপরি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর হাতে তিনি তার দাবি পত্র তুলে দেন।। এই প্রসঙ্গে মন্ত্রী তজমুল হোসেন বলেন কয়েক মাস হলো কুলিক এক্সপ্রেস এর সময়সীমা পরিবর্তন করা হয়েছে। এই সময়সীমার মধ্যে হরিশ্চন্দ্রপুর স্টেশন কে স্টপেজ দেওয়া হয়নি। আমি এলাকার বাসিন্দাদের বাসিন্দাদের সুবিধার্থে আজ কাঠিয়ার ডিভিশনের সঙ্গে দেখা করলাম এবং তার হাতে কুলিক এক্সপ্রেস এর স্টপেজের জন্য দাবি পত্র তুলে দিলাম। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে ভেবে দেখার জন্য।

এ প্রসঙ্গে ডিআরএম এস কে চৌধুরী জানান আজ মন্ত্রী এসেছিলেন হরিশচন্দ্রপুর স্টেশনে কুলিকের স্টপেজের দাবি নিয়ে। উনার দাবিটি আমরা বিবেচনা করে দেখব।