অবতক খবর,১৯ অক্টোবরঃ আর মাত্র কয়েকটা দিন বাকি কালীপুজো। কালীপুজোর মূল পূজার উপকরণ তা হলো জবা ফুল। আর জবা ফুল পুজো যেন অসম্পূর্ণ থাকে। কালি পুজোতে জবা ফুলের চাহিদা থাকে ব্যাপক। সেই কারণে জবাফুল চাষিরা এই কালীপুজোর দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। সারাবছর ফুলের তেমন দাম থাকেনা। বছরের বেশ কয়েকটি দিন ফুলের দাম পেয়ে থাকেন জবা ফুল চাষিরা।তার মধ্যে অন্যতম হলো কালীপুজো। ঠিক সেই কারণেই জবা ফুল চাষীরা আগে থেকে প্রস্তুতি নেন।

কারণ কয়েকটি বিশেষ দিন ছাড়া জবার দাম পেয়ে থাকেন গড়ে ৪ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত। তবে কালিপুজোর সময় প্রতি ১০০ পিস জবা ফুলের দাম পেয়ে থাকেন ৮০ থেকে ১০০ বা তার থেকেও বেশী।ঠিক এই কারনে সাত আট দিন আগে থেকেই জবা ফুল চাষীরা হিমঘরে বা কোল্ড স্টোরেজে ফুল সঞ্চয় করতে থাকেন কালী পুজোর বাজার ধরবার উদ্দেশ্যে।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সহ মাতঙ্গিনী ব্লকে জবা ফুলের চাষ ব্যপক হয়ে থাকে।বিশেষ করে কোলাঘাটের খাড়িশা, পুলশিটা, নোনাচক, জশাড়, কুখাবাড় সহ একাধিক গ্রামগুলিতে অগনিত জবা চাষি রয়েছেন। তারাও অন্যান্য চাষির মতো লাভের আশায় বুক বেঁধেছেন। খাড়িশা গ্রামের এক চাষির বক্তব্য, এবছর জবা চাষের আবহাওয়া ভালো রয়েছে। ফলনও ব্যপক হচ্ছে। আর কালীপুজোকে লক্ষ্যরেখে স্থানীয় মেছোগ্রামে হিমঘরে তাদের উৎপাদিত জবা ফুলের কুঁড়ি উপযুক্ত প্যাকেট করে সঞ্চয় শুরু করেছেন। মূললক্ষ্য একটাই কালী পুজোর বাজার ধরা।