অবতক খবর,৯ আগস্ট,পূর্ব বর্ধমানঃ মঙ্গলবার কালা দিবস পালন করল বঙ্গীয় স্বর্ণশিল্পী ইউনিয়নের অন্তর্গত মন্তেশ্বর ব্লকের স্বর্ণ শিল্পীরা। স্বর্ণশিল্পী ইউনিয়নের মন্তেশ্বর ব্লক সভাপতি সাইফুদ্দিন বড়া বলেন ১৯৬৩ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোররজি দেশাইয়ের আমলে যথেচ্ছ ভাবে সোনার দেশ থেকে বিক্রি করা হয়েছিল।

ফলে ভারতের বাজারে সোনা অমিল হয়ে যায়। বন্ধ হতে থাকে একের পর এক স্বর্ণ ব্যবসা। হতাশায় প্রতিবাদে বেশ কিছু স্বর্ণ শিল্পী তাদের নিজেদের জীবন উৎসর্গ করেন। তাদের স্মরণ করে প্রতিবছর ৯ আগস্ট দিনটি কালাদিবস রূপে পালন করা হয়ে থাকে।

তাই আজ মন্তেশ্বর ব্লকের বঙ্গীয় স্বর্ণ শিল্পী ইউনিয়নের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম, মন্তেশ্বর , মালডাঙ্গা সহ বিভিন্ন বাজারে সোনার দোকান সারা দিন বন্ধ করে , জীবন উৎসর্গ স্বর্ণশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ তারা কালা দিবস পালন করেন। মন্তেশ্বর বঙ্গীয় স্বর্ণশিল্পী ইউনিয়নের এক সদস্য আমাদের কি জানালেন দেখুন।