কার্তুজের কবিতা
তমাল সাহা

অনেক কবিতা লিখেছো খাতার পাতায়
লক্ষ লক্ষ কবি আছে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়

খাতায় কবিতা লেখা, বইয়ে ছাপানো কবিতা এখন পুরানো হয়ে গেছে
এখন তুমি পোস্টারে ব্যানারে কবিতা লেখো, কবিতা লেখো দেয়ালে
তোমার দেশ যে বিক্রি হয়ে যায়!

ঘরে বসে বইয়ের কবিতা পাঠের আর সময় নেই
সবাই বেরিয়ে পড়েছে রাজপথে
এখন কবিতাপাঠ বলে কোনো বইমেলার আসর নয়, এখন কবিতা পাঠ হবে সড়কে রাস্তার মোড়ে জন জমায়েতে

কবিতা পাঠ হবে উর্দিধারীদের সামনেই
সামরিক সমস্ত অস্ত্রগুলিকে রুখে দিতে হবে কবিতা পাঠের শব্দসজ্জায় এবং উচ্চারিত অক্ষরে অক্ষরে
এখনই দ্রুত লিখে কবিতা পাঠের সময়
কবিতা এখন কার্তুজ
লড়ে যাবে শাসানির বিরুদ্ধে

কবি ছাড়া পোস্টারে প্রাচীরে কয়েদের দেয়ালে কে কবিতা লিখতে পারে?
ফায়ারিং স্কোয়াড জেলখানা বধ্যভূমিতে শুধু কবিদেরই মানায়