অবতক খবর,২৮ জানুয়ারিঃ কারখানায় ও বোমায় জখম দুই কিশোরকে আর্থিক সহায়তা প্রদান করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, কাঁকিনাড়ার কাঁটাপুকুর সংলগ্ন একটি বিস্কুট কারখানায় কয়েকদিন আগে কাজ করার সময় মহম্মদ আমিন নামে এক কিশোরের দুহাতের আঙ্গুল বাদ চলে গিয়েছিল। অভিযোগ, বিস্কুট কারখানা কর্তৃপক্ষের তরফে ওই কিশোরকে তেমনভাবে আর্থিক সহায়তা করা হয়নি। শুক্রবার সন্ধেয় কাঁকিনাড়ার মানিকপীর বাজারে এক সভার মাধ্যমে ওই কিশোরের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। পাশাপাশি, কয়েকমাস আগে রেললাইনের ধারে রাখা বোমা ফেটে জখম হয়েছিল প্রেমচাঁদ নগরের বাসিন্দা কিশোর মহেশ সাউ।

মহেশের হাতেও এদিন এক লক্ষ টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুরের সাংসদ। দুই কিশোরের পাশে দাঁড়ানোয় সাংসদের তারিফ করলেন কাঁকিনাড়াবাসী। এদিন সভায় হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় ও সীমা মন্ডল, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ, রাজকুমার যাদব-সহ অন্যান্য নেতৃবৃন্দ।