অবতক খবর,২৮ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃবিদ্যুতের সাবমার্সিবলে জল খেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সাবমার্সিবল মালিক কে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ । ধৃত অমল কুমার সিংহ বামুনপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে মন্তেশ্বরের বামুনপাড়ার গ্রামেরই বাসিন্দা পেশায় ক্ষেতমজুর দেবনাথ ঘোষ বামুনপাড়া গ্রামেরই অন্যান্য দিনের মতো এদিনও মাঠে বোরোধান রোয়াতে বের হয়েছিল মাঠে। মাঠের জমিতে কিছুক্ষণ বীজ টানার কাজ করার পর জল পিপাসা লাগায় পাশেরই সাবমারসিবলে সে জল খেতে যায়। সে সমই বিদ্যুৎসৃষ্ট হয়ে পড়ে সে।

অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মৃত দেবনাথ এর বাবা কৃষ্ণচূড়া ঘোষ সাবমারসিবল মালিকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সাবমারসিবলের ঘরের বাইরে বিদ্যুতের খোলা তার ছড়িয়ে রাখার ফলে তার ছেলে সাবমার্সিবলে জল খেতে গিয়ে বিদ্যুৎ্ৃষ্ট হয়ে মৃত্যু হয় এই অভিযোগ দায়ের করেন মন্তেশ্বর থানায়। অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ শুক্রবার রাতই সাবমারসিবল মালিককে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।