অবতক খবর,১৭ আগস্টঃ কামারহাটি কলেজ অফ মেডিসিন এন্ড সাগরদত্ত হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্রকে ভয় দেখানো রুম ছাড়ার জন্য হুমকি দিতে থাকে। অভিযোগের তীর টিএমসিপি ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে। টিএমসিপি ছাত্ররা কলেজের রেগিং করে তার প্রতিবাদ করে বিক্রম মণ্ডল ও তার বন্ধুরা। বিক্রম কলেজে AIDSO ছাত্র সংগঠন করে। অন্যায়ের প্রতিবাদ করে বলে তাকে রুম থেকে বের করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ বিক্রম এর।

কিছুদিন আগেও বিক্রমের ঘরে ঢুকে হুমকি দিয়ে যায়। বিষয়টি প্রিন্সিপাল কে জানানো হয় লিখত ভাবে তিনি আশ্বাস দিয়েছিলেন ব্যবস্থা নেবেন কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রি সাড়ে এগারোটার সময় বিক্রমের ঘরে আসে টিএমসিপি বেশ কিছু ছাত্র। তাকে ঘর ছাড়তে বলে কিন্তু তাতে কাজ না হওয়ায় রাত তিনটে নাগাদ ঘরের বাইরে লাগানো টিউবলাইট ভেঙে দেয়।

বিষয়টি আজকের প্রিন্সিপালকে জানানো হয়। কামারহাটি থানায় অভিযোগ জানানো হয়েছে এবং ডায়েরি করা হয়েছে। ফলে আতঙ্কিত বিক্রম ও তার সহপাঠীরা। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি টিএমসিপি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে।