অবতক খবর,১৪ মেঃ মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত কুলি চৌরাস্তা মোড় থেকে কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর কোন ধরনের যানবাহনকে চলতে দেয়া হচ্ছে না কার্যতো নো এন্ট্রি করে দেয়া হয়েছে ১১ নম্বর রাজ্য সড়ক। বড়ঞা থানার তিন জন সিভিক ভলেন্টিয়ার এবং একজন এনভিএফ কান্দি সাইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কে কোন যানবাহনকে চলতে দিচ্ছে না তাদের দাবি উপমহলের নির্দেশ তাই আমরা সেই নির্দেশ পালন করছি।

তবে প্রশ্ন থাকছে সিভিক ভলেন্টিয়ার এবং এনভিএফ কিভাবে এই গুরু দায়িত্ব পালন করে এবং পুলিশ কর্তারা কোথায় এক্ষেত্রে। মূলত বহরমপুরের খাগড়াঘাট রেললাইনে কাজ চলছে আর যার জেরে এই সিদ্ধান্ত পুলিশের, তবে কুলি থেকে কান্দির দূরত্ব ১০ কিলোমিটার, এবং কামদি থেকে খাগড়াঘাট রেললাইন ৩০ কিলোমিটার। তবে কান্দির প্যাসেঞ্জারদের এই রাস্তার উপর দিয়ে চলতে না দেওয়াই ভোগান্তির শিকার হচ্ছেন কান্দির প্যাসেঞ্জাররা। এই সিদ্ধান্তের ফলে কুলি থেকে কান্দি যেতে ১০ কিলোমিটারের জায়গায় অতিরিক্ত তিরিশ কিলোমিটার অতিক্রম করতে হচ্ছে প্যাসেঞ্জারদের, সভাবতই ভোগান্তির শিকার হচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ। এমনকি কান্দি মহকুমা হাসপাতাল বা কান্দির অন্যান্য হাসপাতালের উদ্দেশ্যে যাওয়া পেশেন্টদের গাড়িও যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। কোন বিজ্ঞপ্তি ছাড়াই অহেতুক প্যাসেঞ্জারদের এহেনও ভোগান্তির শিকার কেন হতে হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতা।