অবতক খবর,১ মেঃ কাজ না করলে খাওয়া হবেনা, মে দিবসে আক্ষেপ কর্মে ব্যস্ত কৃষকদের।

পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকরা কাজের বিরতি নিয়ে এই দিনটি বিশেষভাবে পালন করলেও, কাজের বিরতি নেই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরের কৃষকদের।

মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আমরা ছুটির দিন হিসেবে নিই এবং আরাম করি। অথচ যাদের এই দিবসে ছুটি পাওয়ার কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দিনটি অর্জিত হয়েছে তাদের বেশিরভাগেরই এই দিনে কোনো ছুটি থাকে না। তারা জানেও না যে তারা এই দিবসটির মালিক! মে দিবস আসে, মে দিবস যায়, কিন্তু হয়তো তাদের জীবনের কোনো পরিবর্তনই হয় না।

বৈশাখের আকাশে গণগণে সূর্য। প্রখর উত্তাপে যেন জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে প্রকৃতি! কাঠফাটা রোদ্দুরে পুড়ছে শরীর, তপ্ত পথে দগ্ধ হচ্ছে পায়ের পাতা। আর এভাবেই প্রতিদিনের মতই আজও সকাল থেকেই কাজে ব্যস্ত মিনাখাঁর হোসেনপুরে কৃষকরা। তাঁরা জানায়, ”আজ শ্রমিক দিবস হলেও আমাদের কাজ করে যেতে হবে। কাজ না করলে খাওয়া হবেনা। শ্রম দিবস হলেও কি না হলেও কি আমাদের কাজ করে যেতে হবে।