অবতক খবর,১ মে,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ১লা মে এই দিন টা শ্রমিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন।

১৮৮৬ সালে ১লা মে আমেরিকা চিকাগো শহরে শ্রমিকরা ৮ঘণ্টা করে কাজের দাবিতে আন্দোলন আরম্ভ করে।
১৮ ৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে ৮টি শ্রমিক সংগঠন মিলে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলন থেকে শ্রমিকদের সারা দিনে শ্রমিকরা ৮ঘণ্টা করে কাজ করবে।
সেই সম্মেলন থেকেই ঠিক হয় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হবে।
ভারতবর্ষে ১৯২৩ সালে
প্রথম মাদ্রাজে ১লা মে শ্রমিকরা সারাদিনে ৮ঘন্টা করে কাজ করবে।
ভারতবর্ষ এ সেই দিন থেকেই ১লা মে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়।
আজ ১লা মে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে
মন্তেশ্বর বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিসের প্রাঙ্গণে, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংগঠনের সভাপতি আতিকুর রহমান শেখ সংগঠনের পতাকা উত্তোলন, করে শহীদ বেদীতে মাল্যদান, শ্রমিক দিবসের তাৎপর্য ও শ্রমিকদের সুবিধা অসুবিধা নানান বিষয় নিয়ে আলোচনা সহ মন্তেশ্বর এলাকার বাসইউনিয়নের প্রবীণ ও বয়স্ক কিছু শ্রমিকদের সংবর্ধনার মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেন মন্তেশ্বর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান, সংগঠনের ব্লকের সাধারণ সম্পাদক অতনু সামন্ত, মধ্যমগ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রায়,, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজিম মণ্ডল, জয় হিন্দ বাহিনির ব্লক হিল্লোল বন্ধু সহ শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও অনেক কর্মীরা।