অবতক খবর,১৬ জানুয়ারিঃ নৈহাটি বিধানসভায় কাঁপা-চাকলা পঞ্চায়েতে দিদির দূত মুখ্যসচেতক নির্মল ঘোষের কাছে গ্রামবাসীদের ক্ষোভ- বিধায়ককে কেন দেখা যায় না??আবাস যোজনা বাড়ি হয়নি কেন?? গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে কর্মি নেই কেন??

নৈহাটি বিধান সভার কাপা-চাকলা পঞ্চায়েতে দিদির দূত বিধান সভা মুখ্যসচেতক নির্মল ঘোষ।তারা কাছে বিস্তর অভিযোগ গ্রাম বাসিন্দাদের। কেউ আবাস যোজনার ঘর পায় নি, কেউ জল পায়নি,আবার কারো রাস্তা হয়নি!! তার মাঝে গ্রাম বাসিন্দাদের অভিযোগ বিধায়ক কে চোখে দেখতে পান না তারা কোথায় বিধায়ক জবাব চায় গ্রাম বাসিন্দারা। তবে সব অভিযোগ ধামাচাপা দিয়ে মুখ্যসচেতক নিরমল ঘোষ প্রতিশ্রুতি দেন, যাদের ঘর হয়নি তাদের ঘর হবে!! কেন্দ্র টাকা না দিলেও মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে ঘর বানিয়ে দেবে।আর বিধায়ক পার্থ ভৌমিক মন্ত্রি হওয়াতে তাকে কম দেখা যাচ্ছে বলে দাবী করেন নির্মল ঘোষ।