অবতক খবর,১৬ জানুয়ারি : ঝালদা পৌরসভায় পৌর বোর্ড দখল করল কংগ্রেস। চেয়ারপার্সন হলেন শিলা চট্টোপাধ্যায়। ৭-০ ভোটে জিতে বোর্ড দখল করল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশে আজ ঝালদায় পৌরপ্রধান নির্বাচন হয়। সকালে ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভার ৬ জন কংগ্রেস কাউন্সিলর, ১ জন নির্দল কাউন্সিলর এবং ৫ জন তৃণমূল কাউন্সিলর  ঝালদা পৌরসভায় যান। শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর হিসাবে থাকলেও তিনি কংগ্রেসকে সমর্থন করেছেন।

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন ও ঝালদা পুরবোর্ড গঠন নিয়ে প্রথম থেকেই জটিলতা তৈরি হয়েছিল। পুরভোটে ঝালদায় ১২টি আসনের মধ্যে সমান সমান ফল করেছিল তৃণমূল এবং কংগ্রেস। পাঁচটি তৃণমূল, পাঁচটি আসন কংগ্রেস পায়। দুই নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস পুরবোর্ডের দখল নেয়। এরপর চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে সুরেশ আগরওয়াল চেয়ারম্যান পদ থেকে সরে যান। আস্থা ভোটে জয়ী হয় কংগ্রেস। কিন্তু তারপরও বোর্ড গঠন করতে পারেনি। টালমাটাল পরিস্থিতির মধ্যেই  ঝালদা পুরবোর্ডের চেয়ারম্যান হিসাবে শিলা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে দেয় কংগ্রেস। উল্লেখ্য, শিলা চট্টোপাধ্যায় নির্দল প্রার্থী ছিলেন। তৃণমূলকে সমর্থন করেছিলেন। শীলার কথা মতো, সেখানে ‘যথাযথ সম্মান না পাওয়ায়’  ফের কংগ্রেসকে সমর্থন করেন।