অবতক খবর ১৬জানুয়ারিঃ চলে গেলেন সেই নারীটি বিল্ব ভট্টাচার্য যিনি বরানগরে জ্যোতি বসুর নির্বাচনী প্রচারে গিয়েছিলেন।

বার্ধক্য রোগে আক্রান্ত হয়ে তিনি চলে গিয়েছেন ২১ ডিসেম্বর ২০২২ বুধবার। বর্তমানে তিনি থাকতেন সোদপুরে।

তিনি যখন কিশোরী বরানগরে জ্যোতি বসুর নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কাঁচরাপাড়া মহিলা আত্মরক্ষা সমিতির সদস্যদের সঙ্গে। তিনি যত বড় হয়েছেন কমিউনিস্ট পার্টির সঙ্গে তত জড়িয়ে পড়েছেন। তিনি বাস করতেন সতীশ নন্দী বাইলেনের এমএলসি কোয়ার্টারে। তার প্রকৃত নাম বীণা পাঠক।

একসময়ে এই কোয়ার্টারটিকে কমিউনিস্ট পার্টির ডেন বলা হত । অনেক কমিউনিস্ট নেতার আত্মগোপনের সঙ্গে এই কোয়ার্টারটি জড়িত। এই কোয়ার্টারে থাকতেন কমিউনিস্ট পার্টির সদস্য যতীন ভট্টাচার্য। তিনি ছিলেন স্বাধীনতা সংবাদপত্রের ফেরিওয়ালা। বীণা পাঠক ছিলেন তার কন্যা।